জেলাশাসক অফিসে চুক্তিভিত্তিক নিয়োগ, মাইনে ২৩,০০০, এখুনি করুন আবেদন

pmadmin
By pmadmin
Job News Bankura District Project Manager Recruitment 2024

Job News : রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য একটি সুখবর এসেছে। বাঁকুড়া জেলার ডিস্ট্রিক্ট ই-গভর্নেন্স সোসাইটির পক্ষ থেকে নতুন শূন্যপদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই পদে মাসিক বেতন ২৩,৫০০ টাকা। চলুন, বিস্তারিত জানি এই নতুন Bankura Job সম্পর্কে এবং কীভাবে আবেদন করা যাবে।

WhatsApp Group Join Now

চাকরির বিবরণ

পদের নামDistrict Project Manager
শিক্ষাগত যোগ্যতাযে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক
ডিপ্লোমাকম্পিউটার অপারেটিং বিষয়ে ডিপ্লোমা
মাসিক বেতনRs – 23,500
বয়সসীমা২১ থেকে ৩৫ বছর (১ সেপ্টেম্বর, ২০২৪ অনুযায়ী)
আবেদন পদ্ধতিঅফলাইন আবেদন
আবেদন জমা করার ঠিকানাNIC Section, 2nd floor, District Magistrate Office, Bankura

শিক্ষাগত যোগ্যতা ও আবেদন পদ্ধতি

  • আগ্রহী প্রার্থীদের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক উত্তীর্ণ হয়ে থাকতে হবে।
  • প্রার্থীদের কম্পিউটার অপারেটিং বিষয়ে ডিপ্লোমা ডিগ্রী অর্জন করে থাকতে হবে। তবেই এই পদে আবেদন করা যাবে।
  • যাদের ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন বা ব্যাচেলার ইন কম্পিউটার সায়েন্স বিষয়ে ডিগ্রী আছে, তাদের জন্য আলাদা কম্পিউটার অপারেটিং ডিপ্লোমা সার্টিফিকেটের প্রয়োজন হবে না।

আবেদনের প্রক্রিয়া

  • প্রথমে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে।
  • তারপর আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করার পর প্রয়োজনীয় নথিপত্রসহ নির্দিষ্ট ঠিকানায় জমা দিতে হবে।
  • তবে চাইলে আবেদনপত্রের ডিজিটাল কপি ইমেইল মারফতও পাঠিয়ে দেওয়া যেতে পারে।

আবেদনের শেষ তারিখ

এই চাকরির জন্য আবেদনকারীরা আগামী ২২ অক্টোবর, ২০২৪ থেকে ২২ নভেম্বর, ২০২৪ তারিখের মধ্যে আবেদনপত্র জমা করতে পারবেন। তাই প্রার্থীদের উচিত সময়মতো আবেদন করা।

অফিসিয়াল বিজ্ঞপ্তির লিঙ্ক : Official Recruitment Notice

Share This Article
Leave a comment