SSC MTS Recruitment 2024: মাধ্যমিক পাশেই মিলবে চাকরি! মোট শূন্যপদ ৪,৮৮৭ টি

Nandini Bose
SSC MTS Recruitment 2024 for 4887 Vacancies Know how to Apply

SSC MTS Recruitment 2024: পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের (Job) জন্য দারুণ সুখবর! কেন্দ্রীয় সরকারের স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে মাল্টি টাস্কিং স্টাফ (MTS Recruitment) পদে কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়ে। পশ্চিমবঙ্গের যেকোনো স্থায়ী বাসিন্দা আবেদন জানাতে পারবেন। পুরুষ ও মহিলা উভয়ই আবেদনের জন্য যোগ্য। আবেদন করার প্রক্রিয়া, শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন সমস্তটাই আলোচনা করা হল আজকের এই প্রতিবেদনে।

WhatsApp Group Join Now

SSC MTS Recruitment 2024 Notification for 4887 Vacancies

এই চাকরির জন্য কবে থেকে ফর্ম ফিলাপ শুরু, কবে শেষ? এছাড়াও কিভাবে আবেদন করতে হবে? এমন সমস্ত তথ্য দেওয়া হল। তাই আর্টিকেলটি সম্পূর্ণ পড়ার অনুরোধ রইল। এবং শেষে অফিসিয়াল বিজ্ঞপ্তি ও আবেদনের লিঙ্কও দেওয়া আছে।

পরীক্ষার নামSSC MTS Recruitment 2024
পদের নামMultitasking Non-Technical Staff & Havaldar
আবেদনের শেষ তারিখ31st July 2024
সম্ভাব্য পরীক্ষার তারিখOctober-November 2024
অফিসিয়াল ওয়েবসাইটssc.gov.in

শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতাঃ

উপরোক্ত পদে আবেদনের জন্য আবেদনকারীকে যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করতে হবে।

যারা হাওলাদার পদের জন্য আবেদন করবেন তাদের শারীরিক উচ্চতা পুরুষদের ক্ষেত্রে ১৫৭.৫ সেমি ও মহিলাদের ক্ষেত্রে ১৫২ সেমি হতে হবে।

বয়সসীমা :

উপরোক্ত পদে আবেদনের জন্য আবেদনকারীর বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। SC/ST/OBC প্রার্থীদের বয়সে বিশেষ ছাড় দেওয়া হবে।

WhatsApp Group Join Now

মাসিক বেতন :

কেন্দ্রীয় সরকারের সপ্তম পে কমিশন অনুযায়ী কর্মীদের বেতন নির্ধারণ করা হয়েছে। যেমনটা জানা যাচ্ছে প্রতিমাসে ১৮,০০০ টাকা বেতন দেওয়া হবে কর্মীদের।

আবেদনের পদ্ধতি :

  • ইচ্ছুক প্রার্থীদের প্রথমে এই অফিসিয়াল ওয়েবসাইটে https://ssc.gov.in যেতে হবে।
  • তাঁর পর রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
  • রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর একটি ফর্ম আসবে তা ভালো ভাবে পূরণ করতে হবে।
  • এরপর সমস্ত গুরুত্বপূর্ণ নথি আপলোড করতে হবে।
  • তাঁর পর আবেদন ফি দিয়ে সাবমিট অপশনে ক্লিক করতে হবে।

নিয়োগ পদ্ধতিঃ

প্রথমে অক্টবর বা নভেম্বর মাস নাগাদ একটি কম্পিউটার ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে। যেখানে ১০০টি প্রশ্নের উত্তর দিতে হবে। এরপর যারা উত্তীর্ন হবে তাদের মধ্যে থেকে প্রার্থী বাছাই করে ইন্টারভিউ এর জন্য ডাকা হবে।

অন্যদিকে হাওলাদার পদের ক্ষেত্রে অফলাইনে পরীক্ষা হবে। সেখানে পাশ করলে তারপর ইন্টারভিউ এর জন্য ডাকা হবে।

আবেদন ফি :

সাধারণ প্রার্থীদের জন্য ১০০ টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে। তবে তপশিলি জাতিভুক্ত, শারীরিকভাবে প্রতিবন্ধী এবং মহিলা প্রার্থীদের জন্য কোন ফি নেই।

অফিসিয়াল নোটিফিকেশন বিজ্ঞপ্ত PDF
অনলাইন রেজিস্ট্রেশন ও আবেদনের লিংক SSC.GOV.IN

Share This Article
Leave a comment